শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

দক্ষ জনবল নিচ্ছে দৈনিক প্রতিনিধি

দক্ষ জনবল নিচ্ছে দৈনিক প্রতিনিধি

দৈনিক প্রতিনিধির লোগো

>> নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রকাশিতব্য পত্রিকা দৈনিক প্রতিনিধি। প্রতিষ্ঠানটিতে অনলাইন, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার জন্য স্থায়ী, চুক্তিভিত্তিক, ফ্রিল্যান্সিং ও অফিস ফ্রম হোম ক্যাটাগরিতে কিছু সংখ্যক মেধাবী ও পরিশ্রমী তরুণ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নামসমূহ >>

বার্তা সম্পাদক, মফস্বল সম্পাদক (কান্ট্রি এডিটর), সাব এডিটর, রিপোর্টার, কনটেন্ট ক্রিয়েটর, ফটোসাংবাদিক, এক্সিকিউটিভ/ম্যানেজার, ভিডিওগ্রাফার/ ভিডিও এডিটর, ফ্রিল্যান্স কনটেন্ট রাইটার, মোবাইল অ্যাপ ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার।

যোগ্যতা >> 

বার্তা সম্পাদক ও মফস্বল সম্পাদক (কান্ট্রি এডিটর) পদে...
আবেদনকারীকে বিভিন্ন পদে কমপক্ষে ১২ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে। সংবাদ সম্পাদনা, বাংলা বানান জ্ঞান, টিম পরিচালনায় চৌকস হতে হবে।

সাব এডিটর পদে...
আবেদনকারীকে বিভিন্ন পদে কমপক্ষে ৩-৫ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে। দ্রুত সংবাদ সম্পাদনা ও শুদ্ধভাবে বাংলা লেখায় পারদর্শী হতে হবে।

রিপোর্টার পদে...
আবেদনকারীকে বিভিন্ন পদে কমপক্ষে ৩-৫ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে। যে কোনো বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত সংবাদ লেখায় পারদর্শী হতে হবে। সব বিষয়ের ওপর লেখার মানসিকতা থাকবে হবে।

সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ/ম্যানেজার পদে...
আবেদনকারীর ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটারসহ অন্যান্য ডিজিটাল মিডিয়া এবং কপিরাইট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এবং অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট ট্রেন্ড  সম্পর্কে জানতে হবে। প্রোডাক্ট প্রমোশন ও ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে প্রার্থীর ভালো ধারণা থাকতে হবে। বিভিন্ন অনুষ্ঠান লাইভ ব্রডকাস্টিংয়ের সক্ষমতা থাকতে হবে।

ভিডিওগ্রাফার/ ভিডিও এডিটর পদে...
একজন অভিজ্ঞ ভিডিওগ্রাফার ও ভিডিও এডিটর প্রয়োজন। অ্যাডবি আফটার ইফেক্ট, অ্যাডবি প্রিমিয়ার প্রোসহ বিভিন্ন ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিকস সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অনলাইন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও তৈরিতে পারদর্শী হতে হবে। ভিন্ন ভিন্ন পরিবেশে আলো ও শব্দ ধারণ সম্পর্কে অত্যন্ত ভালো ধারণা থাকতে হবে।

ফ্রিল্যান্স কনটেন্ট রাইটার পদে...
অনলাইন ও সোশ্যাল মিডিয়ার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে কনটেন্ট তৈরি এবং গ্রাফিকস ও ভিডিওর পাশাপাশি সংবাদের স্টোরি তৈরির দক্ষতা থাকতে হবে। লেখা এবং সম্পাদনায় পারদর্শী হতে হবে।

মোবাইল অ্যাপ ডেভেলপার পদে...
অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইউআই/ইউএক্স সম্পর্কে জানতে হবে। এর ভিত্তিতে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী অ্যাপ্লিকেশন তৈরির দক্ষতা থাকতে হবে।

গ্রাফিক ডিজাইনার পদে...
সৃষ্টিশীল কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডবি ইন ডিজাইন, অ্যাডবি ফটোশপ, ইলাস্ট্রেটর প্রভৃতি সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। এর পাশাপাশি ইউআই/ইউএক্স ডিজাইন ও গ্রাফিকসের অন্যান্য সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।

আবেদনের পদ্ধতি >> 
আবেদন করা যাবে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত। ই-মেইলের pratinidhi24@gmail.com সাবজেক্টে পদের নাম উল্লেখপূর্বক জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে।

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৩ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


the leader

the leader

২ এপ্রিল ২০২৩

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   ডিএমপির নতুন কমিশনার, অতিরিক্ত আইজিপি হাবিবুর        জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা        প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি।        উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা        দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুত আছে : জানালেন প্রতিমন্ত্রী        মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি ১৯২ মার্কিন বাংলাদেশির        লাঙ্গল কার জানা যাবে রবিবার        আজকে বাংলাদেশে দরিদ্রতা নাই হয়ে গেছে: চুমকি        আরো আটশত মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসেছে দেশে : আশাবাদ সরকারের।        আড়াই হাজার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০০০ কোটি টাকা        বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, তারা তাদের প্রাপ্য চায়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি : শেখ মুজিবুর রহমান।        মার্চের শুরুতেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে স্বাধীনতার প্রস্তুত জন্য করেন        বাংলাদেশ গেমসের সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট।