শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

সরকারি কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

সরকারি কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

নিহত সরকারি কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলাম। ছবি- সংগৃহীত

>> টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলামকে (৩৪) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

নিহত রেদওয়ানা জেলা কালচারাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি রংপুরের চিলমারী উপজেলায়। নিহতের স্বামী দেলোয়ার হোসেন মিজান ভোলার সোস্যাল ইসলামী ব্যাংকে চাকরি করেন। বর্তমানে স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গত ২২ মার্চ গর্ভবতী অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি হন রেদওয়ানা। ওই দিনই সিজার করে তার মেয়ে সন্তান জন্ম হয়। কয়েকদিন চিকিৎসা চলার পর নিহতের মামি ২৭ মার্চ দুপুরে রেদওয়ানা ও তার স্বামীকে রুমে রেখে হাসপাতালের অন্যত্র বেডে ওই নবজাতককে দুধ খাওয়াতে যান। ফিরে এসে তিনি রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে হাসপাতালের সহকারি জেনারেল ম্যানেজার অনিমেশ কুমার ভৌমিক ঘটনাস্থলে আসার পর রুমের অপর একটি চাবি দিয়ে দরজা খুলে রেদওয়ানাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও পুলিশকে জানান অনিমেষ।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৮ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


the leader

the leader

২ এপ্রিল ২০২৩

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   ডিএমপির নতুন কমিশনার, অতিরিক্ত আইজিপি হাবিবুর        জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা        প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি।        উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা        দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুত আছে : জানালেন প্রতিমন্ত্রী        মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি ১৯২ মার্কিন বাংলাদেশির        লাঙ্গল কার জানা যাবে রবিবার        আজকে বাংলাদেশে দরিদ্রতা নাই হয়ে গেছে: চুমকি        আরো আটশত মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসেছে দেশে : আশাবাদ সরকারের।        আড়াই হাজার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০০০ কোটি টাকা        বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, তারা তাদের প্রাপ্য চায়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি : শেখ মুজিবুর রহমান।        মার্চের শুরুতেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে স্বাধীনতার প্রস্তুত জন্য করেন        বাংলাদেশ গেমসের সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট।