শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

অনলাইন পরীক্ষায় কি অসুবিধা : জানালেন জাককানইবি উপাচার্য।

অনলাইন পরীক্ষায় কি অসুবিধা : জানালেন জাককানইবি উপাচার্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত।

অনলাইন পরীক্ষার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, অনলাইনে শতভাগ শিক্ষার্থীদের ক্লাস নিতে পারিনি। ৬০ শতাংশ ছেলেমেয়েকে নিয়ে আমরা অনলাইন ক্লাস সম্পূর্ণ করতে পেরেছি? তারা কি এটেন্ড করেছিল? এর উত্তর, না। তাহলে অনলাইনে পরীক্ষা আমরা কাদের নেব। এটা একটা সমস্যা। আমাদের ভাবতে হবে।

গত ১১ মে, মঙ্গলবার জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জাককানইবি প্রেসক্লাব) আয়োজিত 'তারুণ্যে বিশ্ববিদ্যালয় ও প্রেসক্লাব : অগ্রগতির পথচলায় ৯ই মে' শীর্ষক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, অনলাইন পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের এ জাতির জন্য খুব ভাল সুফল বয়ে আনবে না। আমরা এমন অবস্থায় এখনও আসিনি যে, শিক্ষার্থীদের কাছে যা প্রত্যাশা তা অনলাইন পরীক্ষার মাধ্যমে খুব সফলভাবে নিতে পারব বা শিক্ষার্থীরা দেখাতে পারবে।

উপাচার্য আশাবাদী হয়ে বলেন, আমি মনে করি না যে অনলাইনে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা এসেই পরীক্ষা দিতে পারবে। সেই অবস্থা সৃষ্টি হবে আগামী জুলাইয়ে, এ ব্যাপারে আমি আশাবাদী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাককানইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান। অনুষ্ঠানটি সরাসরি জাককানইবি প্রেসক্লাবের ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা হয়।

 

খবর : টাইম বাংলা ম্যাগাজিন, অনলাইন ডেস্ক, ঢাকা।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


the leader

the leader

২ এপ্রিল ২০২৩

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   ডিএমপির নতুন কমিশনার, অতিরিক্ত আইজিপি হাবিবুর        জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা        প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি।        উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা        দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুত আছে : জানালেন প্রতিমন্ত্রী        মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি ১৯২ মার্কিন বাংলাদেশির        লাঙ্গল কার জানা যাবে রবিবার        আজকে বাংলাদেশে দরিদ্রতা নাই হয়ে গেছে: চুমকি        আরো আটশত মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসেছে দেশে : আশাবাদ সরকারের।        আড়াই হাজার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০০০ কোটি টাকা        বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, তারা তাদের প্রাপ্য চায়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি : শেখ মুজিবুর রহমান।        মার্চের শুরুতেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে স্বাধীনতার প্রস্তুত জন্য করেন        বাংলাদেশ গেমসের সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট।