শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

অতীতের নোংরা রাজনীতির অভিজ্ঞতাগুলো যেন আর না আসে

অতীতের নোংরা রাজনীতির অভিজ্ঞতাগুলো যেন আর না আসে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ফাইল ছবি।

মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, কিন্ত অতীতের নোংরা রাজনীতির অভিজ্ঞতাগুলো যেন আর না আসে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকায় নদী বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। মঙ্গলবার (১ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। 

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পণ্ডিতের হাট এলাকা ভাঙ্গন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ’ নামের প্রকল্পটির দৈর্ঘ্য হবে ৩১ কিলোমিটার। যা শেষ করতে প্রয়োজন হবে ৩ হাজার ৮৯.৯৭ কোটি টাকা ।

অন্যদিকে স্থানীয়ভাবে জানা যায়, ২০১৪ সালের ৫ আগষ্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেঘনার ভাঙন রক্ষাকল্পে রামগতি ও কমলনগরের জন্য ১৩’শ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেছিল একনেক। কিন্ত পরে ওই প্রকল্পের অধীন নদী তীর সংরক্ষণ (১ম পর্যায়)’ শীর্ষক ১শ ৯৮ কোটি ২ লক্ষ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পর সে প্রকল্পটি শেষ হয়।

সে প্রকল্পটির অধীন রামগতির লঞ্চঘাটে ১ কিমি, আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে শুরু করে হাসপাতাল পার হয়ে পুর্ব আলেকজান্ডার মন্তাজ পাটোয়ারীর বাড়ির সামনে ভেঙে যাওয়া স্কুল পর্যন্ত সাড়ে ৩ কিমি কিলোমিটার এবং কমলনগরের মাতব্বরনগর এলাকায় ১ কিমি বেঁড়িবাঁধ হয়। 

২০১৮ সালে সে প্রকল্পটি বাতিল করে পানি উন্নয়ন বোর্ড। গোপনে সে প্রকল্পটি বাতিল হলেও ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত রামগতি কমলনগরের মানুষ তা জানতো না। এলাকার মানুষ জানতো প্রকল্প চলছে হয়তো অর্থ নেই। সে কারণে নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে বর্তমান সংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নান বিভিন্ন জনসভায় মেঘনার ভাঙ্গনরোধে  দ্রুত কাজ চালু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্ত নির্বাচনের পরপরই ২০১৯ সালের জানুয়ারি মাসে তিনি জানতে পারেন, আগের প্রকল্পটি বাতিল হয়েছিল বহু আগে।

২০১৯ সালে বর্তমান সাংসদ প্রথম দিন কমলনগরের মাতব্বরহাট পরিদর্শনে গেলে পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর জেলা কর্মকর্তারা জানান, পূর্বের কোন প্রকল্প নেই। সেদিন সাংবাদিক হিসেবে আমি নিজেও   উপস্থিত ছিলাম। এরপর হাজিরহাট উপকূল কলেজে আয়োজিত এক সভায় স্থানীয় এলাকাবাসীসহ সাংবাদিকদের সাংসদ পূর্বের প্রকল্প যে বাতিল হয়েছে তার প্রমাণসহ বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তারপর থেকে কমলনগর-রামগতির জন্য নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু হয়। যার প্রেক্ষিতে আজ ১ জুন ২০২১ তারিখে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল একনেক সভায় নতুন এ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

আমার এ অভিজ্ঞতা তুলে ধরা প্রয়োজন এ জন্য যে, অতীতে শুধু ক্রেডিট নিয়ে রাজনীতি হয়েছে। সে কারণে আগের প্রকল্প মাঝ পথে শেষ হয়েছিল। এবার যেন  সেই অপরাজনীতির মধ্যে না পড়ে এ বৃহৎ প্রকল্প। 

আমি আগেও এমন কিছু বক্তব্য তুলে ধরার কারণে রাজনৈতিক কিছু অন্ধভক্ত লোক আমার লেখায় সমালোচনা করেছিলেন। আসুন এবার সবাই ঐক্যবদ্ধভাবে মাতৃভূমি রক্ষার যোদ্ধা হই। প্রধানমন্ত্রীর দেয়া প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করি।

 

লেখক : সানাউল্লাহ সানু, লেখক, সাংবাদিক।  

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


the leader

the leader

২ এপ্রিল ২০২৩

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   ডিএমপির নতুন কমিশনার, অতিরিক্ত আইজিপি হাবিবুর        জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা        প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি।        উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা        দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুত আছে : জানালেন প্রতিমন্ত্রী        মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি ১৯২ মার্কিন বাংলাদেশির        লাঙ্গল কার জানা যাবে রবিবার        আজকে বাংলাদেশে দরিদ্রতা নাই হয়ে গেছে: চুমকি        আরো আটশত মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসেছে দেশে : আশাবাদ সরকারের।        আড়াই হাজার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০০০ কোটি টাকা        বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, তারা তাদের প্রাপ্য চায়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি : শেখ মুজিবুর রহমান।        মার্চের শুরুতেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে স্বাধীনতার প্রস্তুত জন্য করেন        বাংলাদেশ গেমসের সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট।