শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

তপু বর্মণের গোলে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ড্র করলো বাংলাদেশ।

তপু বর্মণের গোলে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ড্র করলো বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ২য় ম্যাচে বল দখলের লড়াই। কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়াম থেকে

কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ দলের মান বাঁচালো রক্ষণবাগের ফুটবলার তপু বর্মণ। বৃহস্পতিবার বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত আনওয়ার শরিফের গোলে ১-০ ব্যবধানে এগিয়েছিল আফগানিস্তান।  কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলের মান বাঁচান রক্ষণবাগের অতন্দ্র প্রহরী তপু বর্মণের গোলে।

 

৮৪তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের বেতর থেকে এক খেলোয়াড়কে কাটিয়ে বল জালে জড়ান তপু বর্মণ। ফলে ব্যবধান দাঁড়ায় ১-১। এ নিয়ে বাংলাদেশ দলের হয়ে ৩৪ ম্যাচে ৪ গোল করলেন তিনি।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় দেখায়ও আজ বৃহস্পতিবার সমান ব্যবধানে হারতে হারতে ম্যাচ ড্র করলো জেমি ডের শিষ্যরা।

এ নিয়ে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ছয় ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের  অবস্থান সবার নিচেই থেকে যাচ্ছে।

 

খবর : টাইম বাংলা ম্যাগাজিন, ঢাকা।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


the leader

the leader

২ এপ্রিল ২০২৩

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   ডিএমপির নতুন কমিশনার, অতিরিক্ত আইজিপি হাবিবুর        জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা        প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি।        উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা        দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুত আছে : জানালেন প্রতিমন্ত্রী        মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি ১৯২ মার্কিন বাংলাদেশির        লাঙ্গল কার জানা যাবে রবিবার        আজকে বাংলাদেশে দরিদ্রতা নাই হয়ে গেছে: চুমকি        আরো আটশত মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসেছে দেশে : আশাবাদ সরকারের।        আড়াই হাজার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০০০ কোটি টাকা        বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, তারা তাদের প্রাপ্য চায়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি : শেখ মুজিবুর রহমান।        মার্চের শুরুতেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে স্বাধীনতার প্রস্তুত জন্য করেন        বাংলাদেশ গেমসের সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট।