শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

সিনোফার্মের সঙ্গে টিকা কেনার চুক্তিই হয়নি : চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।

সিনোফার্মের সঙ্গে টিকা কেনার চুক্তিই হয়নি : চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।

ফাইল ছবি

আগামি জুন, জুলাই ও আগস্টের মধ্যে ৫০ লাখ করে মোট দেড় কোটি ডোজ চীনের সিনোফার্মের টিকা পেতে পারে বাংলাদেশ। তবে চীনের টিকার দাম সংক্রান্ত গোপনীয় শর্ত প্রকাশের কারনে ক্ষমা চাইতে হয়েছে বাংলাদেশকে। সিনোফার্মের প্রতি ডোজ টিকার দাম ১০ ডলার হারেই বাংলাদেশকে দেওয়ার তথ্য জানা গেছে। ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান এক ফেসবুক বার্তায় বলেছেন, গতকাল পর্যন্ত চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে এমন কোনো চুক্তি হয়নি। 

এবিষয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক ভার্চুয়াল অনুষ্ঠানে জানান, বাংলাদেশ সিদ্ধান্ত নিতে দেরি করায় চীনের কাছ থেকে টিকা কেনার দৌড়ে পিছিয়ে পড়েছে। এরপর গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানানো হয়েছিল, প্রতি ডোজ ১০ ডলার হিসাবে দেড় কোটি ডোজ সিনোফার্মের টিকা কিনছে বাংলাদেশ। টিকার দাম প্রকাশিত হওয়ার পর শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশে বিতর্ক সৃষ্টি হয়। কারণ ওই দেশগুলো চীনের কাছ থেকে ১০ ডলারের বেশি দামে প্রতি ডোজ টিকা কিনছে। বিতর্কের মুখে শ্রীলঙ্কার সরকার বলেছিল, সিনোফার্ম ও চীন দূতাবাস তাদের জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে ১০ ডলারে টিকা বিক্রির কোনো চুক্তি তারা করেনি। গতকাল ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ানও জানিয়েছেন, টিকা কেনার কোনো চুক্তি হয়নি। তিনি আরো জানান, বাণিজ্যিকভাবে টিকা কেনার বিষয়ে চীন সরকারের সঙ্গে নয়, বরং সিনোফার্মের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা চলছে।

 

খবর : টাইম বাংলা ম্যাগাজিন, ঢাকা।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


the leader

the leader

২ এপ্রিল ২০২৩

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   ডিএমপির নতুন কমিশনার, অতিরিক্ত আইজিপি হাবিবুর        জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা        প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি।        উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা        দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুত আছে : জানালেন প্রতিমন্ত্রী        মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি ১৯২ মার্কিন বাংলাদেশির        লাঙ্গল কার জানা যাবে রবিবার        আজকে বাংলাদেশে দরিদ্রতা নাই হয়ে গেছে: চুমকি        আরো আটশত মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসেছে দেশে : আশাবাদ সরকারের।        আড়াই হাজার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০০০ কোটি টাকা        বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, তারা তাদের প্রাপ্য চায়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি : শেখ মুজিবুর রহমান।        মার্চের শুরুতেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে স্বাধীনতার প্রস্তুত জন্য করেন        বাংলাদেশ গেমসের সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট।