শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

জিন্স টপ পরায় নিজ পরিবারের হাতে নেহার মৃত্যু

জিন্স টপ পরায় নিজ পরিবারের হাতে নেহার মৃত্যু

প্রতীকী ছবি

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক খবরে বলা হয়েছে, আধুনিকতায় বিশ্বাসী ছিল নেহা নামের ভারতীয় এক কিশোরী। সে দেশটির উত্তর প্রদেশের একটি গ্রামে বসবাস করত। সাধারণ পোশাকের পাশাপাশি জিন্স-টপ পরতো সে। সম্প্রতি জিন্স প্যান্ট ও টপ পরায় তার দাদা ও চাচা তাকে নির্মমভাবে পেটায়। এতে নেহার মৃত্যু হয়।

জিন্স ও টপ পরায় নেহা পাশওয়ান (১৭) নামের এক কিশোরীকে পিটিয়ে হত্যা করেছে তার বাবার পরিবারের সদস্যরা। এ ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। বিবিসির খবরে আরও বলা হয়েছে, পিটিয়ে হত্যার পর নিজেদের অপরাধ ঢাকতে দাদা ও চাচা নেহার লাশ পানিতে ফেলে দেয়।

নেহার মা শকুন্তলা দেবী পাশওয়ানের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে বসবাস করেন তার শ্বশুর। নেহার আধুনিক পোশাক নিয়ে তার দাদার পরিবারের সঙ্গে তর্ক হয়। যে কারণে নেহাকে মারধর করেন তার ভাসুর ও শ্বশুর। মারধরের একপর্যায়ে নেহা জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই মারা যায় নেহা।

শকুন্তলা দেবী পাশওয়ান জানান, ঘটনা আড়াল করতে নেহার মরদেহ একটি সেতুর ওপর থেকে ফেলে দেওয়া হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।

উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর মামা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খবর : টাইম বাংলা ম্যাগাজিন, ঢাকা।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


the leader

the leader

২ এপ্রিল ২০২৩

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   ডিএমপির নতুন কমিশনার, অতিরিক্ত আইজিপি হাবিবুর        জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা        প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি।        উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা        দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুত আছে : জানালেন প্রতিমন্ত্রী        মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি ১৯২ মার্কিন বাংলাদেশির        লাঙ্গল কার জানা যাবে রবিবার        আজকে বাংলাদেশে দরিদ্রতা নাই হয়ে গেছে: চুমকি        আরো আটশত মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসেছে দেশে : আশাবাদ সরকারের।        আড়াই হাজার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০০০ কোটি টাকা        বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, তারা তাদের প্রাপ্য চায়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি : শেখ মুজিবুর রহমান।        মার্চের শুরুতেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে স্বাধীনতার প্রস্তুত জন্য করেন        বাংলাদেশ গেমসের সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট।