শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

কঙ্গনার বিরুদ্ধে গল্প চুরি অভিযোগ

কঙ্গনার বিরুদ্ধে গল্প চুরি অভিযোগ

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : দৈনিক প্রতিনিধি

বলিউডে ঠোট কাঁটা স্বভাবের জন্য সারাবছরই আলোচনায় থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। যার কারণে প্রতিনিয়তই সমালোচনার মুখে পড়েন তিনি। আবারও বিপাকে পড়লেন এই অভিনেত্রী। তার নতুন ছবি ‘মণিকর্নিকা রিটার্নস: দ্য লিজেন্ড দিদ্দা’-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে গল্প চুরির!

লেখক আশিস কউলের দাবি, ‘দিদ্দা: দ্য ওয়ারিয়র কুইন অফ কাশ্মীর’ এই গল্পের কপিরাইট তার। আর তা ‘চুরি’ করেছেন কঙ্গনা। এই অভিযোগে কঙ্গনা ও ছবির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে খার থানায়।

বান্দ্রা আদালতে দায়ের করা মামলায় আশিল কউল অভিযোগ এনেছেন বিশ্বাসভঙ্গ, কপিরাইট ভঙ্গ, প্রতারণার। তার অভিযোগের ভিত্তিতে আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খার থানাকে নির্দেশ দেন কঙ্গনা ও বাকিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য। এফআইআরে রয়েছে কঙ্গনার দিদি রঙ্গোলি চান্ডেলের নামও।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনার ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। সেই ছবিরই পরবর্তী অংশ হিসেবে এই ছবির কথা ঘোষণা করেছিলেন তিনি। ছবিতে অভিনয় করার পাশাপাশি পরিচালনাও করবেন তিনি। সেই ছবির বিরুদ্ধেই সরব হলেন আশিস। নিজের বিবৃতিতে তিনি কঙ্গনাদের বিরুদ্ধে ‘হোয়াইট কলার ক্রাইমে’র অভিযোগ এনেছেন। বিতর্ক ঘনিয়েছিল ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবি ঘিরেও।

ছবির পরিচালক কৃশ অভিযোগ করেছিলেন, কঙ্গনা তার পাশেই নিজেকে সহ-পরিচালক হিসেবে দাবি করেছেন। পাশাপাশি ছবিটির অধিকাংশই তার তৈরি বলেও দাবি কঙ্গনার। সেই দাবির বিরুদ্ধে সরব হয়েছিলেন কৃশ। এবার মণিকর্নিকা সিরিজের পরের ছবি ঘিরেও বিতর্ক ঘনাল। এখনও কঙ্গনা এই নিয়ে মুখ খোলেননি।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


the leader

the leader

২ এপ্রিল ২০২৩

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   ডিএমপির নতুন কমিশনার, অতিরিক্ত আইজিপি হাবিবুর        জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা        প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি।        উন্নয়ন ও সুশাসনের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা        দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুত আছে : জানালেন প্রতিমন্ত্রী        মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাহারের দাবি ১৯২ মার্কিন বাংলাদেশির        লাঙ্গল কার জানা যাবে রবিবার        আজকে বাংলাদেশে দরিদ্রতা নাই হয়ে গেছে: চুমকি        আরো আটশত মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসেছে দেশে : আশাবাদ সরকারের।        আড়াই হাজার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০০০ কোটি টাকা        বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, তারা তাদের প্রাপ্য চায়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা        স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি : শেখ মুজিবুর রহমান।        মার্চের শুরুতেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় কাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে স্বাধীনতার প্রস্তুত জন্য করেন        বাংলাদেশ গেমসের সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ১০০ মিটার স্প্রিন্ট।